Header Ads

test

জাপানকে ডুবিয়ে দেব যুক্তরাষ্ট্রকে ভস্ম বানাব

উত্তর কোরিয়ার হুমকি
জাপানকে ডুবিয়ে দেব যুক্তরাষ্ট্রকে ভস্ম বানাব
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা শহরে যে বোমাটি বিস্ফোরিত হয়েছিল, উত্তর কোরিয়ার সর্বশেষ বোমাটি
তার থেকেও ১৭ গুণ শক্তিশালী
পরমাণু অস্ত্রের পরীক্ষার জেরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা প্রস্তাব ও নিষেধাজ্ঞায় সমর্থন
দেয়ায় জাপানকে ‘ডুবিয়ে দেয়া’ ও যুক্তরাষ্ট্রকে ‘ছাইভস্মে’ পরিণত করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার একটি রাষ্ট্রীয় সংস্থা পিয়ংইয়ংভিত্তিক কোরিয়া এশিয়া-প্যাসিফিক পিস
কমিটি এ হুশিয়ারি দেয়। বৈদেশিক সম্পর্ক ও প্রচারণার কাজে নিয়োজিত আছে সংস্থাটি। পিয়ংইয়ংয়ের
ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ‘শয়তানের হাতিয়ার’
উল্লেখ করে তা ভেঙে দেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। খবর রয়টার্সের।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে (কেসিএনএ) প্রকাশিত ওই
সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘জুচের (উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মতাদর্শ) পারমাণবিক বোমায় দ্বীপপুঞ্জের
চারটি দ্বীপ ডুবে যাওয়া উচিত। আমাদের কাছে জাপানের অস্তিত্ব থাকার দরকার নেই।’ ৩ সেপ্টেম্বর
উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো পরমাণু পরীক্ষা চালালে কোরীয় উপদ্বীপে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
উত্তর কোরিয়া ওই পরমাণু অস্ত্রটিকে তাদের পরীক্ষা চালানো পরমাণু বোমার মধ্যে সবচেয়ে শক্তিশালী
বলে দাবি করে। উত্তর কোরিয়ার ওই পরীক্ষার জবাবে ১৫ সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
সোমবার সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করে। ওই নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়ার বস্ত্র রফতানি আটকে
দেয়া হয়েছে।
জাতিসংঘের ওই নিষেধাজ্ঞার পর মঙ্গলবার কড়া জবাব দিয়ে উত্তর কোরিয়া বলে, যুক্তরাষ্ট্রকে ‘কঠিন যন্ত্রণায়
ভোগ করতে হবে’। দেশটি যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করে দেয়ার হুমকি দেয়। এদিকে
যুক্তরাষ্ট্রের একটি অস্ত্রবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বলেছে, সম্প্রতি পরীক্ষা চালানো উত্তর কোরিয়ার পরমাণু
বোমাটি প্রথমে যা ভাবা হচ্ছিল; সম্ভবত তার চেয়েও দ্বিগুণ শক্তিশালী। প্রতিষ্ঠানটির বিশ্লেষণ মতে, দ্বিতীয়
বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা শহরে যে বোমাটি বিস্ফোরিত হয়েছিল, উত্তর কোরিয়ার সর্বশেষ ও
সবচেয়ে বড় বোমাটি তার থেকেও ১৭ গুণ শক্তিশালী। দেশটির এ পরমাণু পরীক্ষা প্রমাণ করে, পরমাণু
কর্মসূচির ক্ষেত্রে কতটা উন্নতি দেশটি করেছে। বোমাটির উপাদান ও এটা থেকে নির্গত শক্তির পরিমাণ
দক্ষিণ কোরিয়ার বিশ্লেষকদের মতে, ৫০ কিলোটনের মতো। অন্যদিকে জাপানের মতে, ১৬০ কিলোটনের।
বিশ্লেষকদের কেউ কেউ বলেন, বিস্ফোরণের পর অত্র অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
এ থেকে ধারণা করা হচ্ছে, বোমাটি কয়েকশ’ কিলোটনের। সেই তুলনায় হিরোশিমায় মাত্র ১৫ কিলোটন
শক্তির বোম ফেলা হয়েছিল।
ক্রুজ ক্ষেপণাস্ত্রের মহড়া চালাল দক্ষিণ কোরিয়া : দক্ষিণ কোরিয়া বিমান থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার মহড়া
চালিয়েছে। পিয়ংইয়ংয়ের সর্বশেষ পরমাণু বোমার পরীক্ষাকে কেন্দ্র করে এ মহড়া চালানো হল এবং
দেশটির শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। মহড়ায় জার্মানি এবং সুইডেনের তৈরি বিমান থেকে নিক্ষেপযোগ্য
টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করা হয়। তাজা গুলির এ মহড়ায় অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের
লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানার সক্ষমতা যাচাই করা হয়েছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে আগাম হামলার
প্রয়োজন দেখা দিলে টরাস ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে সিউল। জাতিসংঘ নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে দেশটি
পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে।
Source: https://www.jugantor.com/ten-horizon/2017/09/15/155617/জাপানকে-ডুবিয়ে-
দেব-যুক্তরাষ্ট্রকে-ভস্ম-বানাব

No comments

Thanks for your valuable comment!