খুলনায় চিংড়িতে জেলি পুশ, চারজনের কারাদণ্ড
খুলনায় চিংড়িতে জেলি পুশ করার অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং সাড়ে ৩৭ মণ চিংড়ি জব্দ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় ইরান ফিশ এন্টারপ্রাইজ ও মাসুমা ফিশ এন্টারপ্রাইজের আড়তে খুলনা জেলা প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে জেলি পুশ করা ১৩০০ কেজি চিংড়ি এবং জেলি পুশহীন ২০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইরান ফিশ এন্টারপ্রাইজ ও মাসুমা ফিশ এন্টারপ্রাইজ চিংড়ির আড়তে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে চিংড়িতে জেলি পুশ করার সময় কয়েকজনকে হাতেনাতে ধরা হয় ।
তিনি আরো জানান, ইরান এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একজনকে ১৫ দিনের ও তিনজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। মাসুমা এন্টারপ্রাইজের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য বলা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
Source:http://www.ittefaq.com.bd/wholecountry/2017/09/22/128369.html
Post a Comment