Header Ads

test

নারীদের বোকা বলে নিষিদ্ধ হলেন সৌদি ইমাম

সৌদি নারীরা
সৌদি আরবে একজন ইমামকে ধর্মপ্রচার থেকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ তিনি বলেছিলেন "নারীরা বোকা এবং গাড়ি চালানোর জন্য যথেষ্ট বুদ্ধি তাদের নেই"।
শেখ সাদ আল হাজারি নামের ওই ইমাম বলেছেন, "নারীদের মাথায় এমনিতেই অর্ধেক বুদ্ধি আছে, আর কেনাকাটার পর তাদের মাত্র ২৫ শতাংশ বুদ্ধি বজায় থাকে"।
সৌদি আরবের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আসির অঞ্চলে ধর্মীয় কর্তৃপক্ষের প্রধান শেখ হাজারি।
একদিন এক আলোচনার প্রাক্কালে নারীদের নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
তার এই মন্তব্যের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়ে ও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এই প্রেক্ষাপটে আসির অঞ্চলের গভর্নর শেখ হাজারিকে ধর্মপ্রচার এবং অন্য যে কোনো ধরনের ধর্মীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
এখানে উল্লেখ্য, সৌদি আরবে নারীরা গাড়ি চালাতে পারে না। যদিও দেশটিতে কোনো আইনে নেই যে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ।
Source: http://www.bbc.com/bengali/news-41366668

No comments

Thanks for your valuable comment!