Header Ads

test

যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার অস্ত্রোপচার

শেখ হাসিনা
শেখ হাসিনা
BBC
বাংলা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিবিসি বাংলাকে জানিয়েছেন, গত ২৫ শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন।
এরপর তাঁকে ওয়াশিংটনের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাৎক্ষনিকভাবে শেখ হাসিনার স্বাস্থ্য পরীক্ষা পর তাঁর গলব্লাডারে পাথর সনাক্ত করেন।
এরপর চিকিৎসকদের পরামর্শে প্রধানমন্ত্রীর অস্ত্রোপচার করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছেন, অস্ত্রোপচার সম্পূর্ণ সফল হয়েছে এবং প্রধানমন্ত্রী এখন পুরোপুরি সুস্থ আছেন।
২৫ শে সেপ্টেম্বর অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী ২৬শে সেপ্টেম্বর বাসায় ফিরেছেন।
তিনি এখন পুরোপুরি বিশ্রামে আছেন বলে জানান প্রেস সচিব মি: করিম।
তিনি জানান, আগামী ৫ অক্টোবর প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরে আসবেন।
উল্লেখ্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ই সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান। পরে সেখান থেকে তিনি ওয়াশিংটন যান।
Source: http://www.bbc.com/bengali/news-41410807

No comments

Thanks for your valuable comment!