চীনকে টেক্কা দিতে সর্বাধুনিক ১০০ ড্রোন কিনছে ভারত
চীনের সঙ্গে ভারতের অস্ত্র প্রতিযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এরই ধারাবাহিকতায় এবার চীনের লাল ফৌজ রুখতে যুক্তরাষ্ট্র থেকে ১০০টি ড্রোন কিনছে ভারত। খবর কলকাতা নিউজের।
এর মধ্যে কয়েকটি নজরদারি ড্রোন৷ নজরদারি মার্কিন ড্রোনগুলোর নাম ‘প্রেডেটার-এক্সপি’ বা ‘রিমোটলি পাইলটেড এয়ারক্র্যাফ্ট’ (আরপিএ)। বাকিগুলো ব্যবহৃত হবে যুদ্ধের জন্য৷ যার নাম-‘অ্যাভেঞ্জার’।
সম্প্রতি অরুণাচল প্রদেশে হামেশাই ঢুকে পড়ে ‘লাল ফৌজ’। এরপরই ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
যুক্তরাষ্ট্র থেকে ড্রোনগুলো কিনতে ভারতের ব্যয় হবে ২০০ কোটি মার্কিন ডলার। ইতালির বাধায় ভারত এখনও ‘মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম’-এর সদস্য হতে না পারায় ভারতকে সর্বাধুনিক ওই মার্কিন ড্রোনগুলো হস্তান্তরে কিছুটা দেরি হতে পারে বলে কূটনীতিকরা মনে করছেন।
Source: http://www.allbanglanewspaperlist24.com/newspapers.php?q=jugantor.com
Post a Comment