কানাডার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান বিচারপতি
যুগান্তর রিপোর্ট |
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:৩৭:৩২
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
শুক্রবার রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে রওনা হন তিনি।
হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, প্রধান বিচারপতি তার অসুস্থ মেয়েকে দেখতে কানাডা যাচ্ছেন। সেখানে তিনি এক সপ্তাহ অবস্থান করবেন।
এরপর ১৮ সেপ্টেম্বর জাপানে যাবেন প্রধান বিচারপতি। দেশটির প্রধান বিচারপতির আমন্ত্রণে সেখানে যাচ্ছেন তিনি।
টোকিওতে অনুষ্ঠিতব্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার রাষ্ট্রগুলোর প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দেবেন সুরেন্দ্র কুমার সিনহা। এ সম্মেলন শেষে তিনি ২২ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
জাপানে প্রধান বিচারপতির সফরসঙ্গী হবেন তার সহধর্মিণী সুষমা সিনহা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন।
এদিকে প্রধান বিচারপতির অনুপস্থিতকালীন সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে কার্যভার পালনের দায়িত্ব দিয়েছেন।
বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান বিচারপতির অনুপস্থিত থাকাকালে অর্থাৎ ১০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অথবা প্রধান বিচারপতির যাত্রার তারিখ হতে পুনরায় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা দায়িত্ব পালন করবেন।
Post a Comment