ফের আকাশসীমা লঙ্ঘন, মিয়ানমারকে কড়া প্রতিবাদ বাংলাদেশের
ফাইল ছবি |
কূটনৈতিক প্রতিবেদক
মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার বার বার বাংলাদেশের আকাশ সীমায় ঢুকে পড়ার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে ডেকে বাংলাদেশের প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়।
শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার কয়েক দফায় বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে। গত ২৫ আগস্ট রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে সে দেশের সেনাবাহিনীর হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে। বাংলাদেশ বার বার মিয়ানমার সেনাবাহিনীকে এ ধরনের অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। প্রতিবাদে আকাশসীমা লঙ্ঘনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর জন্যও মিয়ানমারকে সতর্ক থাকতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। এ সময় তার হাতে বাংলাদেশের প্রতিবাদপত্র তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক অনুবিভাগের মহাপরিচালক মনজুরুল করিম খান চৌধুরী।
Source: http://mybangla24.com/shamokal_online_newspaper.php
Post a Comment