আকাশ থেকে ধারণ করা ছবিতে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবির
গত কয়েক সপ্তাহে মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় চার লাখ রোহিঙ্গা শরণার্থী।
রাখাইন প্রদেশে সেনাবাহিনীর অভিযান ও সহিংসতা থেকে প্রাণভয়ে পালিয়ে এসেছে এসব রোহিঙ্গা মুসলিমরা। অনেক নারী ও শিশু বাংলাদেশের কক্সবাজার এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
তাদের আশ্রয় দিতে বাংলাদেশে বেশ কিছু আশ্রয় শিবির খোলা হয়েছে, কক্সবাজারের উখিয়া বিশাল এলাকাজুড়ে রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ করছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী রোহিঙ্গারা যেনো ছড়িয়ে ছিটিয়ে না থেকে সুনির্দিষ্ট জায়গায় থাকতে পারে সেজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।
কক্সবাজারের রোহিঙ্গাদের জন্য যে কয়টি আশ্রয়কেন্দ্র রয়েছে রইখং এলাকা তারএকটি।
ড্রোন ফুটেজের মাধ্যমে ওই শরণার্থী শিবিরের চিত্র তুলে ধরা হচ্ছে।
Post a Comment