Header Ads

test

উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো মেক্সিকো

NKorea bomb test
উত্তর কোরিয়ার সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চলানোর প্রতিবাদ হিসেবে মেক্সিকো দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। ছবি: রয়টার্স
বাসস
 
পিয়ংইয়ংয়ের সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালানোর প্রতিবাদ জানাতে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে মেক্সিকো। বলা হচ্ছে, উত্তর কোরিয়ার এমন পরীক্ষা বিশ্ব শান্তির জন্য একটি বড় হুমকি।

গত ৭ সেপ্টেম্বর মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রদূত কিম হিয়ং গিলকে মেক্সিকো ছাড়ার জন্যে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। খবর এএফপি’র।
বিবৃতিতে আরও বলা হয়, গত রোববার পিয়ংইয়ংয়ের ষষ্ঠ ও অত্যন্ত শক্তিশালী পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর সিদ্ধান্তটি ছিল আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
মেক্সিকো সরকারের ভাষ্য, “উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মকাণ্ড বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তার পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো মেক্সিকোর গুরুত্বপূর্ণ মিত্রদের জন্য একটি বড় হুমকি। তাদের এ ধরণের পরীক্ষা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও ক্রমবর্ধমান হুমকি হিসেবে দেখা দিয়েছে।”
আন্তর্জাতিক মহল উত্তর কোরিয়ার এ পারমাণবিক পরীক্ষার কঠোর নিন্দা জানিয়েছে এবং এতে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান এবং অন্যান্য দেশ উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপের আহবান জানিয়েছে।
ওয়াশিংটন উত্তর কোরিয়ার জ্বালানি খাতের ওপর অবরোধ আরোপের আহবান জানিয়ে খসড়া প্রস্তাব দিয়েছে। এছাড়াও, তারা কিম জং-উনের সম্পদ জব্দ, টেক্সটাইল খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং উত্তর কোরিয়ার অতিথি কর্মীদের পারিশ্রমিক দেওয়া বন্ধের আহবান জানিয়েছে।

No comments

Thanks for your valuable comment!