Header Ads

test

কিম জংয়ের সম্পদ জব্দের প্রস্তাব যুক্তরাষ্ট্রের


উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সব সম্পদ জব্দ এবং তার বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব জমা দিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব দেয়া হয়।

প্রস্তাবটিতে উত্তর কোরিয়ার বস্ত্র রফতানি ও বিদেশে অবস্থানরত উত্তর কোরিয়ার শ্রমিকদের রেমিট্যান্স পাঠানো বন্ধ এবং তেল পণ্য সরবরাহ নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবটিতে কিমসহ উত্তর কোরিয়ার নেতা, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি ও কোরীয় সরকারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

জাতিসংঘের ভ্রমণ নিষেধাজ্ঞার কালো তালিকায় রয়েছেন উত্তর কোরিয়ার চার সিনিয়র নেতা।

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে কিমকেও তালিকাভুক্ত করতে বলা হয়েছে।

গত সপ্তাহে শক্তিশালী হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

এরপর পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানায় আন্তর্জাতিক মহল। বিশেষ করে দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে জরুরি বৈঠকে বসে নিরাপত্তা পরিষদ।

ওই বৈঠকে নতুন করে ‘সম্ভাব্য কঠিনতম ব্যবস্থা’ নিতে কঠোর অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবটি দাখিল করেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি।

এ প্রস্তাবের ওপর ১১ সেপ্টেম্বর নিরাপত্তা পরিষদে ভোট গ্রহণের কথা বলছে যুক্তরাষ্ট্র।

তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ সমর্থন করছে না নিরাপত্তা পরিষদের দুই প্রভাবশালী সদস্য রাশিয়া এবং চীন। তারা কূটনৈতিক উপায়ে সঙ্কট সমাধানের ওপর গুরুত্বারোপ করছেন।

এরই মধ্যে নতুন প্রস্তাবকে ‘কাঁচা’ আখ্যা দিয়েছেন জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। তবে তাৎক্ষণিকভাবে চীনের প্রস্তাব জানা যায়নি।  

No comments

Thanks for your valuable comment!