Header Ads

test

‘নায়িকা মানেই পরিচালকের কোলে বসতে হবে’



সোজাসাপ্টা কথা বলতে বরাবরই ভালোবাসেন বলিউড সুন্দরী কঙ্গনা রানাওয়াত।

সিনেমাতে নায়ক-নায়িকাদের ভূমিকা কী হয়- এ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন সিমরান সিনেমার এ নায়িকা।

বলিউডের কিছু পরিচালকের দৃষ্টিভঙ্গি নিয়ে কড়া সমালোচনা করলেন কঙ্গনা।

সিনেমাতে নায়িকাদের মতামত দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বলিউডে মান্ধাতা আমল থেকে চলে আসছে নায়িকা মানেই ছবি সম্পর্কে কোনো মতামত দিতে পারবে না। অথচ নায়করা কোনো পরামর্শ দিলে তা খোলা মনে গ্রহণ করা হয়। তাদের মধ্যে নাকি শিল্পীসত্তা আছে। আর নায়িকা মানেই বোকা। কোনো বুদ্ধি নেই। পরিচালকরা নায়িকাদের সৌন্দর্য ছাড়া আর কিছুই দেখতে পায় না।’

কঙ্গনা আরও বলেন, ‘নায়িকা শুধু পরিচালকের হ্যাঁ-তে ‘হ্যাঁ’ মেলাবে। তারা চটুল কিছু বললে নায়িকাদের খিলখিলিয়ে হাসতে হবে। গানের সঙ্গে একটু কোমর নাচাবে। নায়িকা মানেই পরিচালকের কোলে বসতে হবে। এসব প্রথা তো বলিউডে চলে আসছে। তবে শুধু বলিউড কেন, ভারতের ঘরে ঘরে এই প্রথা চলে আসছে। শ্বশুরবাড়িতে মেয়েদের বলার কোনো অধিকার নেই। শ্বশুর-শাশুড়ি, বরের সামনে মেয়েদের বোকাসোকা হয়ে থাকতে হবে। তবে পুরুষদের এই দৃষ্টিভঙ্গি মেয়েদেরই বদলাতে হবে। আমরা মেয়েরা পুরুষদের সামনে বোকা হয়ে থাকতেই ভালোবাসি। বোকা হওয়ার নাটক করি মাত্র।’

সিমরান সিনেমার প্রচারকালে সাংবাদিকদের এসব কথা বলেন কঙ্গনা রানাওয়াত। তবে সিমরান সিনেমাতে তার কথা পরিচালক খুব গুরুত্বসহকারে নিয়েছে বলে জানান নায়িকা।

সিমরান সিনেমাটি আজ শুক্রবার মুক্তি পেয়েছে।

Source: http://mybangla24.com/jugantor_online_newspaper.php

No comments

Thanks for your valuable comment!