Header Ads

test

রাশিয়াকে কনস্যুলেট বন্ধ করতে বলল যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনযুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে অবস্থিত রাশিয়ার কনস্যুলেট এবং ওয়াশিংটন ও নিউইয়র্কের দুটি বর্ধিত কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সংখ্যা কমিয়ে ফেলতে বাধ্য করার পাল্টা জবাবে ওয়াশিংটন আজ বৃহস্পতিবার এ নির্দেশ দিল।
বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। গত মাসে রাশিয়া দেশটি থেকে মার্কিন কূটনীতিকের সংখ্যা কমাতে যুক্তরাষ্ট্রকে বাধ্য করে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, আগামী শনিবারের মধ্যেই ওই তিন কার্যালয় বন্ধ করতে হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়, রাশিয়া থেকে মার্কিন কূটনীতিকদের সংখ্যা কমাতে বাধ্য করার ‘অন্যায্য ও মানহানিকর’ পদক্ষেপের প্রত্যুত্তরে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায়।

No comments

Thanks for your valuable comment!