Header Ads

test

বাংলাদেশে মিয়ানমারের দুই সাংবাদিক আটক

বাংলাদেশে মিয়ানমারের দুই সাংবাদিক আটক
মিনজাইয়ার এবং হকুন লাট
টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে রোহিঙ্গাদের বিষয়ে সংবাদ সংগ্রহ করার অভিযোগে মিয়ানমারের দুই সাংবাদিককে আটক করেছে পুলিশ।গত সপ্তাহে কক্সবাজার থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, আলোকচিত্রী মিনজাইয়ার এবং তার সহকারী হকুন লাট। তারা দুজনেই জার্মানি ভিত্তিক জিইও ম্যাগাজিনের হয়েও কাজ করে। জিইও এক প্রতিবেদনে জানায়, গত ৭ সেপ্টেম্বর তাদের আটক করা হলেও এখনো জামিন দেয়া হয় নি।
 
দুই সাংবাদিককে আটকের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া বলেন, ওই দুই সাংবাদিক টুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করে সাংবাদিকতার কাজ করার মধ্যদিয়ে অভিবাসন আইন ভঙ্গ করেছেন। তারা বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে লিপ্ত ছিল বলে অভিযোগ উঠেছে ।
 
তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ হলে সাত বছরের কারাদণ্ড হতে পারে।

এদিকে দুই সাংবাদিকের আটকের জিইও ম্যাগাজিনের সম্পাদকীয় পরিষদ চরম উদ্বিগ্ন বলে মিয়ামি হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়। প্রতিবেদনে আরো জানানো হয় যে, মিনজাইয়ার ও একজন পুরষ্কারবিজয়ী আলোকচিত্রী। তার কাজও বহুলভাবে প্রকাশিত।
 
প্রসঙ্গত, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন শুরু হলে গত তিন সপ্তাহে সেখান থেকে প্রায় ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। মিয়ামি হেরাল্ড।
 
ইত্তেফাক/রেজা
Source:http://mybangla24.com/ittefaq_bangla_online_newspaper.php

No comments

Thanks for your valuable comment!