Header Ads

test

যুক্তরাষ্ট্রকে পরমাণু অস্ত্র দিয়েই হুমকির জবাব দিবে উ. কোরিয়া!

যুক্তরাষ্ট্রকে পরমাণু অস্ত্র দিয়েই হুমকির জবাব দিবে উ. কোরিয়া!
ফাইল ছবি
বছরের পর বছর  উত্তর কোরিয়ার সাথে কথা বলে কোন ফল আসেনি। 'শুধু একটি জিনিসেই কাজ হবে' বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক টুইটবার্তায় ট্রাম্প এ কথা জানান। আর সেই টুইটের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রর বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়ে কিম বললেন, মার্কিন হুমকির একমাত্র জবাব পরমাণু অস্ত্র দিয়েই দেওয়া সম্ভব।
টুইটারে মার্কিন ট্রাম্প আরও লিখেছিলেন, গত ২৫ বছর ধরে প্রেসিডেন্ট এবং প্রশাসনিক কর্তারা উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা চালাচ্ছেন। অনেক চুক্তি করা হয়েছে। বিপুল অর্থ খরচ হয়েছে। কিন্তু কোন কাজ হয়নি। এদিকে গত শনিবার ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া'র (ডবলুপিকে) কেন্দ্রীয় কমিটির বৈঠক বসেছিল। সেই বৈঠকেই ডবলুপিকে-এর চেয়ারম্যান কিম মার্কিন প্রেসিডেন্টকে আক্রমণ করে বলেন, আমেরিকা দমনপীড়ন চালাচ্ছে। আমাদের ধ্বংস করে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হচ্ছে। আসলে যুদ্ধপিপাসু মার্কিন প্রেসিডেন্ট এই মুহূর্তে যুদ্ধ ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না। একমাত্র পরমাণু অস্ত্র দিয়েই এই হুমকির জবাব দেওয়া সম্ভব। তবে, যুদ্ধ বাধালে আমেরিকার বিপুল ক্ষতি হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার
Source:http://www.allbanglanewspaperlist24.com/newspapers.php?q=bd-pratidin.com

No comments

Thanks for your valuable comment!