Header Ads

test

তাজমহলের যে দরজা খুলতে ভারত সরকারও ভয় পায়!

তাজমহলের যে দরজা খুলতে ভারত সরকারও ভয় পায়!
বেশ কিছুদিন ধরেই ভারতে আলোচনার তুঙ্গে তাজমহল। আর এই তাজমহলকে ঘিরে নানা কথা, তর্ক-বিতর্ক ঘুরে ফিরে আসছে।
তবে এরই মাঝেই আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছে তাজমহলেই রয়েছে এমন এক দরজা যা খুলতে ভয় পায় সরকারও। তবে তা কতটা সত্য সে নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে।
ভিডিওতে বলা হয়েছে, তাজমহলের নির্মাণ শুরু হয় ১৬৩১সালে। গবেষকরা এই স্মৃতিসৌধ নিয়ে বছরের পর বছর গবেষণা করেছেন। আর তাদের অনেকের মতে এই তাজমহলের নিচে রয়েছে হাজারেরও বেশি দরজা। তাদের মত অনুযায়ী, তাজমহল যতটা ওপরের দিকে রয়েছে ঠিক ততোটাই রয়েছে মাটির নিচেও।
এর নিচে নাকি এমন এক রাস্তা রয়েছে যার মাধ্যমে বহুদূর পর্যন্ত গিয়ে বাইরে বেরনো যায়। কিন্তু সে সময় দরজা শাহজাহানের সময়েই বন্ধ করে দেওয়া হয় শোনা যায়।
কক্ষগুলোও ইটের গাঁথুনি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। 
তবে এই কক্ষগুলো বন্ধ করে দেওয়া নিয়েই বহু প্রশ্নও ঘোরাফেরা করছে।
তাহলে কি সত্যিই দরজার ওপারে রয়েছে কোনও এক বিরাট রহস্য, যা আড়াল করতেই এই উদ্যোগ? নাকি এমন সব তথ্য রয়েছে যা বদলে দিতে পারে সমগ্র ইতিহাস? এই খবর কতটা সত্যি তা জানা না গেলেও, এমন খবর নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বেশ কিছুদিন ধরেই। -কলকাতা২৪.কম
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৭/আরাফাত
http://www.allbanglanewspaperlist24.com/newspapers.php?q=bd-pratidin.com

No comments

Thanks for your valuable comment!