Header Ads

test

আটলান্টিকের ওপর হঠাৎ ভেঙে গেল বিমানের ইঞ্জিন

এয়ার ফ্রান্স বিমান
বিমানের ভেতর থেকে যাত্রীরা ভাঙা ইঞ্জিনটির ছবিও তুলেছেন
আটলান্টিক মহাসাগরের ওপরে উড়ছে এয়ার ফ্রান্সের একটি বিমান। তাতে যাত্রী ৪৯৬ জন। সময় বিকেল পৌনে পাঁচটা। হঠাৎ করেই একটা জোর বিস্ফোরণের মতো শব্দ হলো।
বিমানটি কাঁপতে লাগলো। যাত্রীরা আতংকিত হয়ে পড়লেন।
যাত্রীরা জানলা দিয়ে দেখতে পেলেন, বিমানটির ডানদিকের পাখার সাথে লাগানো একটি ইঞ্জিনের খানিকটা অংশ খুলে পড়ে গেছে।
যাত্রীদের মধ্যে অনেকেই ভাঙা ইঞ্জিনের ছবি তুলেছেন। তাতে দেখা যাচ্ছে বিমানের চারটি ইঞ্জিনের মধ্যে একটির সামনের দিকটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তার বিমানের ডানারও কিছুটা ক্ষতি হয়েছে।
যাত্রীদের একজন ছিলেন ডেভিড রেমার যিনি একসময় বিমানের মেকানিক হিসেবে কাজ করতেন। তিনি বললেন, শব্দ আর ঝাঁকুনি থেকেই তিনি বুঝতে পেরেছিলেন যে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে।
"প্রথম কয়েকটা মুহূর্ত আমার মনে হয়েছিল -আমাদের সবাইকে নিয়ে বিমানটি পড়ে যাচ্ছে" - বলছিলেন মি. রেমার।
তবে বিমানের পাইলটটা সাথে সাথেই ওই ইঞ্জিনটি বন্ধ করে দেন এবং ৩০ সেকেন্ডের মধ্যেই বিমানটির ঝঁকুনি বন্ধ হয়ে যায়।
এয়ার ফ্রান্স বিমান
বিমানটির পাখারও বেশ ক্ষতি হয়েছে
এর পর বিমানটি তিনটি ইঞ্জিন দিয়েই আরো এক ঘন্টা ওড়ে এবং গতিপথ বদলে পূর্ব কানাডার লাব্রাডরের গুজ বে নামে একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
সেখানে এয়ারবাস অবতরণের উপযুক্ত ব্যবস্থা ছিল না ফলে কয়েক ঘন্টা যাত্রীরা বিমানের ভেতরেই বসে থাকেন। পরে দুটি বোইং ৭৭৭ বিমান পাঠিয়ে তাদের গন্তব্যে নিয়ে যাওয়া হয়।
এয়ার ফ্রান্স এক বিবৃতিতে বলেছে, বিমানের ক্রুরা নিখুঁতভাবে গুরুতর পরিস্থিতি মোকাবিলা করেছেন।
কি কারণে ইঞ্জিনের একাংশ ভেঙে গেল তা এখনো জানা যায় নি।
Source: http://www.bbc.com/bengali/news-41459943

No comments

Thanks for your valuable comment!