Header Ads

test

যুক্তরাষ্ট্রে বসে ‘৬১ ফাইলে সই করেছেন’ প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বসে ‘৬১ ফাইলে সই করেছেন’ প্রধানমন্ত্রী
পক্ষকাল যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থতার মধ্যেও ৬১টি জরুরি ফাইল অনুমোদন করেছেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কের পথে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ২১ সেপ্টেম্বর তিনি সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন।
জাতিসংঘের কর্মসূচি শেষে ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ভার্জিনিয়ায় যান। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে ২৯ সেপ্টেম্বর তার দেশের পথে রওনা হওয়ার কথা ছিল।
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয় পিত্তথলির পাথর।
পরে চিকিৎসকদের পরামর্শে প্রধানমন্ত্রী আরও কয়েকদিন বিশ্রাম নিয়ে স্থানীয় সময় সোমবার রাত ১০টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টা) ওয়াশিংটন ডিসি থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন।
ইহসানুল করিম বলেন,“অসুস্থতার কারণে ফেরার তারিখ পেছালেও প্রধানমন্ত্রী ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি অনলাইনে গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ সেরেছেন।
“প্রধানমন্ত্রী তার এই সফরে ৬১টি গুরুত্বপূর্ণ ফাইলে ইলেকট্রনিক স্বাক্ষর করে ছেড়েছেন।
প্রধানমন্ত্রী আগেই নির্দেশ গিয়ে দিয়েছিলেন, তার যুক্তরাষ্ট্র অবস্থানকালে জরুরি ফাইলগুলো যেন ই-ফাইল আকারে তার কাছে পাঠানো হয়।
ওয়াশিংটন থেকে রওনা হয়ে মঙ্গলবার লন্ডন সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা) হিথরোতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
তিন দিন যুক্তরাজ্যে অবস্থানের পর আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে পৌঁছাবেন বলে তার প্রেস সচিব জানিয়েছেন।
Source: http://www.allbanglanewspaperlist24.com/newspapers.php?q=muktokhobor24.com

No comments

Thanks for your valuable comment!