মার্কিন স্যাটেলাইটে ধরা পড়ল চীনের গোপন মিসাইল!
ফাইল ছবি |
সম্প্রতি মার্কিন স্যাটেলাইটে ধরা পড়ল চীনের গোপন মিসাইল! দক্ষিণ চীন সাগরে নির্মিত সাতটি কৃত্তিম দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন। মার্কিন স্যাটেলাইটে ধরা পরা সেই চিত্রে দেখা যাচ্ছে, এই দ্বীপগুলোতে অ্যান্টি-এয়ারক্রাফট ও অ্যান্টি মিসাইল ক্ষেপণাস্ত্র বসিয়েছে চীনা সেনারা।
এই স্যাটেলাইট চিত্র সামনে আসতেই দক্ষিণ চীন সাগরে একাধিপত্য প্রতিষ্ঠার অভিযোগ তুলে চীনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র যে চীনের বাড়াবাড়ি মেনে নিবে না, তাও জানিয়েছে।
জানা যায়, গাভেন, হুগেজ, জনসন ও কার্টেরন প্রবাল প্রাচীরগুলোতে ক্ষেপণাস্ত্র বসিয়ে দক্ষিণ চীন সাগরে তাদের নিরাপত্তা মজবুত করার কাজ করছে চীন। এমনই জানিয়েছে দি এশিয়া মার্টিটাইম ট্রান্সপারেন্সি ইনিসিয়েটিভ। এমনকি ফেরি ক্রস, সুবি ও মিসচিফ প্রবাল প্রাচীরেও এই ক্ষেপণাস্ত্র বসানোর কাজ চালাচ্ছে চীন। স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে ক্রুজ মিসাইলের হামলা প্রতিহত করতে গাভেন ও হুগেজ প্রবাল প্রাচীরেও অ্যান্টি-এয়ারক্রাফট বন্দুক বসানো হয়েছে। শত্রুকে টার্গেট করতে ফেরি ক্রস রিফেও ব়্যাডার বসিয়েছে চীন।
বিডি প্রতিদিন/এ মজুমদার
http://www.allbanglanewspaperlist24.com/newspapers.php?q=bd-pratidin.com
Post a Comment