শুধু এক ওষুধেই বশ মানবে উ. কোরিয়া: ট্রাম্প
উত্তর কোরিয়াকে প্রচ্ছন্ন হুমকি জারি রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গতকাল শনিবার ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, বছরের পর বছর উত্তর কোরিয়ার সঙ্গে কথা বলে কোনো ফল আসেনি। এখন শুধু একটি জিনিসেই কাজ হবে।
‘শুধু একটি জিনিস’ বলতে ঠিক কী বোঝাতে চাইছেন, তার কোনো ব্যাখ্যা দেননি ট্রাম্প।
গতকাল বিকেলে দুটি টুইট করেন ট্রাম্প। টুইট বার্তায় ট্রাম্প বলেন, ২৫ বছর ধরে মার্কিন প্রেসিডেন্ট ও তাঁদের প্রশাসন উত্তর কোরিয়ার সঙ্গে কথা বলে যাচ্ছে। চুক্তি হয়েছে। মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়েছে। কিন্তু এসবে কোনো কাজ হয়নি। কালি শুকানোর আগেই চুক্তি ভঙ্গ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আলোচকদের বোকা বানানো হয়েছে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, শুধু একটি জিনিসই কাজ করবে।
পিয়ংইয়ংয়ের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তপ্ত বাক্যবিনিময় চলছে। এর মধ্যে ট্রাম্পের কিছু মন্তব্য ও টুইটকে যুদ্ধ ঘোষণার শামিল বলে অভিহিত করে উত্তর কোরিয়া।
মার্কিন বিশ্লেষকেরা বলছেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি দ্রুতগতিতে এগিয়ে চলছে।
গত সপ্তাহে উত্তর কোরিয়া হুমকি দিয়ে বলে, তাদের আকাশসীমা লঙ্ঘন না করলেও তারা যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ভূপাতিত করবে।
পিয়ংইয়ংয়ের এই হুমকির পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।
উত্তর কোরিয়ার ব্যাপারে ট্রাম্প কী ভাবছেন, তা নিয়ে সবার মনে কৌতূহল আছে।
এদিকে ট্রাম্প দাবি করেছেন, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভালো।
ট্রাম্পের সঙ্গে টিলারসনের সম্পর্ক ভালো যাচ্ছে না বলে সম্প্রতি খবর বেরিয়েছে। এমনকি টিলারসন পদত্যাগ করতে যাচ্ছেন বলেও গুঞ্জন আছে।
Source: www.prothom-alo.com/northamerica/article/1339591/শুধু-এক-ওষুধেই-বশ-মানবে-উ.-কোরিয়া-ট্রাম্প
Post a Comment