Header Ads

test

বান্দরবানের রোহিঙ্গাদের বালুখালীতে স্থানান্তর শুরু

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক।


রাখাইন রাজ্যে দমন-পীড়নের শিকার হয়ে গত এক মাসে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগে বিভিন্ন সময়ে আসা চার লাখের বেশি রোহিঙ্গাও রয়েছে বাংলাদেশে।
অনেকে আশ্রয় নিয়েছে বান্দরবানের শূন্য রেখাসহ বিভিন্ন এলাকায়।
জেলা প্রশাসক বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন এবং ঘুমধুমের বিভিন্ন সীমান্ত এলাকাসহ শূন্যরেখায় ‘অন্তত ১৭ হাজারের বেশি’ রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। বান্দরবানে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গাদের ‘পর্যায়ক্রমে যতদ্রুত সম্ভব’ সরিয়ে নেওয়া হবে।
“মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে প্রাথমিকভাবে ৫০টি রোহিঙ্গা পরিবারকে বালুখালীতে শরণার্থী ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।”
বাংলাদেশে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গাদের উখিয়ার বালুখালীর শরণার্থী ক্যাম্পে রাখতে সরকারের সিদ্ধান্ত রয়েছে বলেও দীলিপ কুমার জানান।
Source: http://www.allbanglanewspaperlist24.com/newspapers.php?q=bangla.bdnews24.com
 কক্সবাজার প্রতিনিধি  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

No comments

Thanks for your valuable comment!