Header Ads

test

'একসঙ্গে পাকিস্তান-চীনের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ভারত'

'একসঙ্গে পাকিস্তান-চীনের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ভারত'
ভারতীয় বিমান বাহিনী প্রধান বি এস ধানোয়া
একইসঙ্গে পাকিস্তান ও চীন, 'টু-ফ্রন্ট ওয়্যার' এর জন্য প্রস্তুত রয়েছে ভারত। একটা পরিকল্পনা ভেস্তে গেলে, তৈরি রয়েছে দ্বিতীয় পরিকল্পনা।
চীনকে যে কোনও মূল্যে মোকাবিলা করতে প্রস্তুত ভারত। যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে এমনটাই জানালেন ভারতীয় বিমান বাহিনী প্রধান বি এস ধানোয়া।
পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে প্রশ্ন করা হয়েছিল ধানোয়াকে। উত্তরে ধানোয়া বলেন, সীমান্তে 'টু-ফ্রন্ট' যুদ্ধের জন্য পুরোদস্তুর প্রস্তুত রয়েছে ভারতীয় বিমান বাহিনী। চ্যালেঞ্জ নিতে তৈরি ভারতীয় বিমান বাহিনী। তবে ভারতীয় বিমান বাহিনী কোনও সার্জিক্যাল স্ট্রাইক করবে কিনা, সেই প্রসঙ্গে তিনি বলেন, সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
এর আগে, সেনাপ্রধান বিপিন রাওয়াত গত মাসে বলেছিলেন, 'টু-ফ্রন্ট' যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে ভারতকে। কারণ চীন পেশীর আস্ফালন করছে। এরপর বৃহস্পতিবার এয়ারফোর্স ডে উপলক্ষে এক অনুষ্ঠানে 'টু-ফ্রন্ট' যুদ্ধের কথা উল্লেখ করলেন ধানোয়া।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন
Source:http://www.allbanglanewspaperlist24.com/newspapers.php?q=bd-pratidin.com

No comments

Thanks for your valuable comment!