ক্ষেপণাস্ত্র সাজাচ্ছে উ. কোরিয়া, বড় ধরনের হামলার আশঙ্কা
ধারাবাহিকভাবে পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে তুলেছে উত্তর কোরিয়া। আর তারই জের ধরে এবার বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে কিমের দেশ।
এমনটিই দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়ান ব্রডকাস্টিং সিস্টেম (কেবিএস)।
এ ব্যাপারে দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে শুক্রবার এক প্রতিবেদনে কেবিএস জানায়, পিয়ংইয়ংয়ের উত্তরে সানুম-ডংয়ে যেখানে আন্তর্জাতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) বানানো হয়, সেখান থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র অন্যত্র সরাতে শুরু করেছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম মাঝারি পাল্লার হোয়াসং-১২ ক্ষেপণাস্ত্র ও আন্তর্জাতিক ব্যালিস্টিক হোয়াসং-১৪ ক্ষেপণাস্ত্র।
এছাড়া দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রটি জানায়, ১০ অক্টোবর উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবসে ব্যবহার হতে পারে ক্ষেপণাস্ত্রগুলো। কিংবা ১৮ অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস শুরুর দিনও ওই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করতে পারে পিয়ংইয়ং।
সূত্র: রয়টার্স
বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ
Source:http://www.allbanglanewspaperlist24.com/newspapers.php?q=bd-pratidin.com
Post a Comment