সিঙ্গাপুরে নিষিদ্ধ হচ্ছে ব্যক্তিগত গাড়ি
সিঙ্গাপুর ২০১৮ সাল থেকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার বৃদ্ধির হার শূন্যতে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে। তবে গণপরিবহন হিসেবে ব্যবহার করা বাস ও মালামাল পরিবহনের জন্য যানবাহন এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।
সোমবার (২৪ অক্টোবর) সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। সিঙ্গাপুরে কোন যানবাহন ক্রয় করা খুবই ব্যয়বহুল। দেশটি আগামী বছর থেকে রাস্তায় ব্যক্তিগত গাড়ি ব্যবহার বন্ধ করে গণ পরিবহনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। সিঙ্গাপুরে কোন যানবাহন ক্রয় করা খুবই ব্যয়বহুল। দেশটি আগামী বছর থেকে রাস্তায় ব্যক্তিগত গাড়ি ব্যবহার বন্ধ করে গণ পরিবহনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
সিঙ্গাপুরে ব্যক্তিগত গাড়ি ব্যবহার নিরুৎসাহিত করার লক্ষ্যে গাড়ি ক্রয় করার প্রক্রিয়া কঠোর করে দেয়া হয়েছে। দেশটিতে কেউ গাড়ি ক্রয় করতে চাইলে তাকে প্রথমেই ১০ বছর মেয়াদী এ সংক্রান্ত একটি সার্টিফিকেট সংগ্রহ করতে হবে যার মূল্য ৩ হাজার ৭শ ডলার। সার্টিফিকেটসহ একটি টয়োটা করোলা এলটিস গাড়ির দাম সিঙ্গাপুরে পড়বে ১ লাখ ১১ হাজার সিঙ্গাপুর ডলার যা যুক্তরাষ্ট্রে ক্রয় করা গাড়ির তুলনায় প্রায় চার গুন বেশি। ২০১৬ সালের এক পরিসংখ্যানে দেখা গেছে সিঙ্গাপুরে ৬ লাখের বেশি ব্যক্তিগত গাড়ি আছে।
সিঙ্গাপুরের ভূমি পরিবহন কর্তৃপক্ষ (এলটিএ) জানায়, আগামী বছর ফেব্রুয়ারি থেকে যাত্রী পরিবহন গাড়ি ও মটরসাইকেল সংখ্যা বৃদ্ধির হার বছরে শূন্য দশমিক ২৫ শতাংশ থেকে শূন্যতে নামিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সিঙ্গাপুরের ১২ শতাংশ জমি রাস্তার দখলে তাই রাস্তার জন্য আর জমি পাওয়ার সুযোগ খুবই কম। দেশটি আগামী পাঁচ বছরে সিঙ্গাপুর সরকার মেট্রোসহ অন্যান্য গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে ২৮ বিলিয়ন সিঙ্গাপুর ডলার ব্যয় করবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুরের জনসংখ্যা পাঁচ দশমিক ছয় মিলিয়ন। ট্রাফিক জ্যাম এড়াতে ইতিমধ্যেই দেশটিতে কী পরিমাণ গাড়ি বিক্রি হবে এবং কী পরিমাণ গাড়ি পথে থাকবে তার সংখ্যা নির্ধারণ করে দেয়া হয়েছে।
http://www.allbanglanewspaperlist24.com/newspapers.php?q=bonikbarta.com
Post a Comment