'রোহিঙ্গারা সন্ত্রাসী, তাই তাদেরকে দেশছাড়া করছে মিয়ানমার'
আরএসএস প্রধান মোহন ভগত |
মিয়ানমার সেনাবাহিনীর হাতে যখন নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়ছেন নিরীহ রোহিঙ্গা মুসলিমরা। তখন তাদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করল ভারতের উগ্রপন্থি সংগঠন আরএসএস।
শনিবার সংগঠনটির প্রধান মোহন ভগত এ দাবি করেছেন। তিনি বলেন, রোহিঙ্গারা সন্ত্রাসী, তাদেরকে অপরাধমূলক কার্যক্রম ও সন্ত্রাসী গ্রুপগুলোর সাথে যোগসাজশের জন্যই মিয়ানমার সরকার দেশছাড়া করছে। ’
তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এ কথা মনে রাখতে হবে তারা অবশ্যই ভারতের জাতীয় স্বার্থের জন্য হুমকি।
এছাড়া মিয়ানমারের সাথে সীমান্ত এলাকা মণিপুর ও ত্রিপুরা দিয়ে ভারতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে পারে- সরকারের এমন আশঙ্কার পরই উদ্বাস্তুদের ঠেকানোর ডাক দিলেন কট্টর হিন্দুবাদী সংগঠনটির নেতা।
প্রসঙ্গত, মিয়ানমারের সামরিক বাহিনীর হত্যাযজ্ঞের মুখে গত এক মাসে বাংলাদেশে প্রায় ৫ লাখ নিরস্ত্র রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। জাতিসংঘ বলছে, রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন চালাচ্ছে সু চি সরকার। পুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় ২ শতাধিক গ্রাম। হত্যা করা হয়েছে হাজারেরও অধিক রোহিঙ্গাকে।
বিডিপ্রতিদিন/ ০১ অক্টোবর, ২০১৭/ ইমরান জাহান
Source:http://www.allbanglanewspaperlist24.com/newspapers.php?q=bd-pratidin.com
Post a Comment