ঢাকায় পোপ ফ্রান্সিসের অনুষ্ঠানে যোগ দিবেন ১ লাখ ৩০ হাজার মানুষ
বিডি খ্রিস্টান নিউজ:
বাংলাদেশ সরকার এবং কাথলিক বিশপদের যৌথ আমন্ত্রণে পুণ্য পিতা পোপ ফ্রান্সিস বাংলাদেশে আসছেন ৩০ নভেম্বর। থাকবেন ২ ডিসেম্বর পর্যন্ত। কাথলিক মন্ডলীর উদ্যোগে কার্যনির্বাহী কমিটি, সমন্বয় কমিটি এবং উপ-কমিটির প্রায় আড়াইশ সদস্যের তিনটি কমিটি পোপ ফ্রান্সিসের আগমনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
কার্যনির্বাহী কমিটি একজন বিডি খ্রিস্টান নিউজকে জানিয়েছেন, মোট ১ লাখ ৩০ হাজার খ্রিস্টভক্ত, সেই সাথে অন্য ধর্মের মানুষ পোপ মহোদয়ের বাংলাদেশে আসার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিবেন।
অনুষ্ঠানগুলো কবে হতে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে কি কি অনুষ্ঠান হতে তার খসড়া হয়েছে।
পোপ মহোদয় ১লা ডিসেম্বর ১৬জন ডিকনকে যাকজ পদে অভিষিক্ত করবেন। সেই অভিষেক অনুষ্ঠানের মহা খ্রিস্টযাগে ১ লাখ খ্রিস্টভক্ত উপস্থিত থাকার কথা রয়েছে। আন্তঃধর্মীয় এবং আন্তঃমান্ডলিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের ৮হাজার মানুষ পোপের সাথে বিশেষ অনুষ্ঠানে যোগ দিবেন। এছাড়া ১০ হাজার যুবক-যুবতীদের সাথে পোপ মহোদয়ের রয়েছে আরেকটি অনুষ্ঠান। ধর্মীয় নেততৃবৃন্দ- বিশপ-ফাদার-সিস্টার-ব্রাদার ও সেমিনারীয়ানদের সাথেও পোপ মহোদয় এক আলোচনায় অংশ নিবেন সেখানে উপস্থিত থাকবেন ১২ হাজার খ্রিস্টভক্তত।
আধ্যাত্মিক প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে পোপ ফ্রান্সিস বাংলাদেশে আসার উপলক্ষে আযোজক কমিটির পক্ষ থেকে বের করা হয়েছে প্রার্থনার কার্ড (হলি কার্ড)। ফাদারগণ গীর্জায় ঘোষণা দিয়েছেন এই কার্ডের প্রার্থনা যেন উপাসনায়, পারিবারিক প্রার্থনায় করা হয়।
পোপ ফ্রান্সিস বাংলাদেশে আগমন উপলক্ষে মিডিয়া কমিটির উদ্যোগে প্রকাশ করা হচ্ছে থিম সং, অডিও গানের সিডি, ভিডিও ডকুমেন্টরি, সুভিনিয়র।
চলতি মাসে ইতিমধ্যে ভাটিকান নিরাপত্তা টিম ঢাকা পরিদর্শন করে গেছেন।
Source: https://www.bdchristiannews.com/ঢাকায়-পোপ-ফ্রান্সিসের-অন/
Post a Comment