এবার ট্রাক ও মোটরসাইকেল চালানোর অনুমতি পেতে যাচ্ছে সৌদি নারীরা
অনলাইন ডেস্ক : এবার ট্রাক ও মোটরসাইকেল চালানোর অনুমতি পেতে যাচ্ছে সৌদি আরবের নারীরা। সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির কর্তৃপক্ষ শনিবার (১৬ ডিসেম্বর) ঘোষণা করেছে তারা নারীদের ট্রাক ও মোটরসাইকেল চালানোর অনুমতি দেবে। সৌদি জেনারেল ডিপার্টমেন্ট অব ট্রাফিক জানিয়েছে, প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে নারীরা এ সুযোগ পাবেন। পুরুষ ও নারীদের গাড়ির নাম্বার প্লেট নির্ধারণ করা হবে অভিন্ন পদ্ধতিতে। এতে কোনও আলাদা বিকল্প থাকবে না। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ডিক্রিতে নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ঘোষণা দেন। ২০১৮ সালের জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকরের কথা রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি
http://www.allbanglanewspaperlist24.com/newspapers.php?q=shokalerkhabor.com
Post a Comment