রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
রাঙামাটির সদর উপজেলায় পার্বত্য চট্টগ্রামভিত্তিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ২টার দিকে উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়া এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত অনল বিকাশ চাকমা ওরফে প্লুটো ইউপিডিএফের বন্দুভাঙ্গা ইউনিয়ন শাখার সংগঠক ছিলেন। তার বাড়ি রাঙামাটির কাউখালী উপজেলায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ধামাইছড়া এলাকায় শনিবার রাত ২টা দিকে গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। সকালের দিকে তারা সেখানে ইউপিডিএফের বন্দুকভাঙ্গা ইউনিয়ন শাখার সংগঠক প্লুটোর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দেয় তারা।
বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বরুণ কান্তি চাকমা জানান, ধামাইছড়া এলাকায় প্লুটোর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেননি তিনি।
কোতোয়ালী থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধামাইছড়া এলাকায় একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।
http://www.allbanglanewspaperlist24.com/newspapers.php?q=samakal.net
Post a Comment