Header Ads

test

জাতিসংঘ মানবাধিকার তদন্তকারীকে ঢুকতে দেবে না মিয়ানমার সরকার

রোহিঙ্গাদের মানবাধিকার তদন্তে ফেব্রুয়ারিতে বাংলাদেশে গিয়েছিলেন ইয়াংহি লি।
রোহিঙ্গাদের মানবাধিকার তদন্তে ফেব্রুয়ারিতে বাংলাদেশে গিয়েছিলেন ইয়াংহি লি।
মিয়ানমারের সরকার বলছে, তারা জাতিসংঘের মানবাধিকার তদন্তকারী ইয়াংহি লি-কে আর সে দেশে ঢুকতে দেবে না।
এক বিবৃতিতে মানবাধিকার বিষয়ে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার মিজ লি বলছেন, মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা তাকে আর সহায়তা করবে না।
তিনি বলেন, তাকে মিয়ানমারে ঢোকার অনুমতি না দেয়ার মধ্য দিয়ে "এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে রাখাইন প্রদেশে নিশ্চয় শোচনীয় কোন ঘটনা ঘটছে।"
আগামী মাসে ইয়াংহি লি'র মিয়ানমার যাওয়ার কথা ছিল।
ঐ সফরের সময় রাখাইনে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনসহ মিয়ানমারের সার্বিক মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ করার কথা ছিল।
বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, মিজ লি সর্বশেষ মিয়ানমার গিয়েছিলেন গত জুলাই মাসে।
এর পরপরই রাখাইন থেকে রোহিঙ্গারা ব্যাপক সংখ্যায় পালাতে শুরু করেন।
এ সপ্তাহের গোড়াতে জাতিসংঘের মানবাধিকার প্রধান বিবিসিকে বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য মিয়ানমারের ঊর্ধ্বতন সামরিক নেতাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা যেতে পারে।
মিয়ানমার সীমান্তে বর্মী সেনা প্রহরা।
মিয়ানমার সীমান্তে বর্মী সেনা প্রহরা।
http://www.bbc.com/bengali/42425018

No comments

Thanks for your valuable comment!