Header Ads

test

পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি দিন: আরব লীগ

বৈরুতে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ।
বৈরুতে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ।
আরব দেশগুলোর প্রতিনিধিত্বকারী ২২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দাবি করেছেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র যে প্রত্যাহার করে।
কায়রোতে এক জরুরি বৈঠকের পর আরব লীগ বলছে, মার্কিন সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে শুধু সহিংসতাই বাড়বে।
পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনী রাষ্ট্রের রাজধানী স্বীকৃতি দেয়ার জন্যও তারা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।
ওদিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দানে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসের কাছে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।
বিক্ষোভকারীরা দূতাবাস অভিমূখী এক সড়কে লোহার গেট খুলে ফেলার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস ছোঁড়ে এবং জল-কামান ব্যবহার করে।
http://www.bbc.com/bengali/news-42299637

No comments

Thanks for your valuable comment!