Header Ads

test

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার শর্ত দিয়ে উকিল নোটিশ পাঠালেন খালেদা জিয়া

শেখ হাসিনা, খালেদা জিয়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নি:শর্ত ক্ষমা চাওয়ার এবং তা সংবাদ মাধ্যমে প্রচারের ব্যবস্থা করার কথা বলা হয়েছে খালেদা জিয়ার উকিল নোটিশে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠিয়েছেন বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। সৌদি আরবে খালেদা জিয়ার সম্পদ নিয়ে প্রধানমন্ত্রীর করা সাম্প্রতিক বক্তব্যের জের ধরে এই উকিল নোটিশ পাঠানো হয় ।
খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন মঙ্গলবার এই নোটিশ পাঠান বলে বুধবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
সৌদি আরবে বিপুল সম্পদ পাচারের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের নাম উঠে আসার খবর সম্প্রতি বিদেশী গণমাধ্যমে প্রকাশিত হলে তা বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়।
এরপর কম্বোডিয়া সফর শেষে ফিরে গণভবনে এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক এই প্রসঙ্গটি তুললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কথা বলেন।
এ সংক্রান্ত খবর দেশের আরও অনেক সংবাদ মাধ্যমে না আসায় তিনি গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। মালিক-সম্পাদক, সাংবাদিকরা কোনও সুবিধার বিনিময়ে এধরনের খবর প্রকাশ করা থেকে বিরত থেকেছেন কি-না সে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উকিল নোটিশে বলা হয়েছে, ওই বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নি:শর্ত ক্ষমা চাইতে হবে এবং তা সংবাদ মাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে। ৩০ দিনের মধ্যে তা করা না হলেও ক্ষতিপূরণের মামলা করা হবে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
http://www.bbc.com/bengali/news-42423297

No comments

Thanks for your valuable comment!