Header Ads

test

৩০ নভেম্বর বাংলাদেশে আসছেন পোপ ফ্রান্সিস


বিডি খ্রিস্টান নিউজ:
আজ দুপুর দুইটায় সংবাদ সম্মেলনে পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের বাংলাদেশে আসার আনুষ্ঠানিক ঘোষণা দেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি এবং ভাটিকানের রাষ্টদূত আর্চবিশপ জর্জ কোচেরি। তারা বলেন, পোপ মহোদয় বাংলাদেশে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর তিনদিনের এক রাষ্টীয় সফরে এদেশে আসবেন।
বাংলাদেশ সরকার এবং কাথলিক বিশপ সম্মিলনীর যৌথ আমন্ত্রণে বিশ্বের একশ ২৮ কোটি কাথলিকদের প্রধান ধর্মগুরু বাংলাদেশের মাটিতে পা রাখবেন। তাঁর আগমনের প্রতিপাদ্য বিষয়: সম্প্রীতি ও শান্তি।
বিশেষ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকার সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, ৮০ জন সাংবাদিক এবং খ্রিস্টান সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিডিয়া কমিটির কনভেনর এবং তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার কমল কোড়াইয়ার শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সাংবাদিক সম্মেলন। সংক্ষীপ্ত সংবাদ সম্মেলনের শেষে ছিল পুণ্য পিতা পোপের আগম উপলক্ষে লগ উন্মোচন এবং ওয়েবসাইট উদ্বোধন। পোপের বাংলাদেশে সফর বিষয়ে সকল হালনাগাদ তথ্য পাওয়া যাবে https://www.popebd.info ওয়েবসাইটে।
কার্ডিনাল  পোপ আসার বিষয়ে বলেন, ”পোপ ফ্রান্সিস বাংলাদেশে আসবেন তীর্থযাত্রী হিসেবে। সম্প্রীতির বন্ধন দৃঢ় করবেন। কারণ সম্প্রীতিটা হচ্ছে আমাদের সংস্কৃতি।”
তিনি আরো বলেন, “ তার আসার আরেকটি উদ্দেশ্য- তিনি আসবেন যারা ঈশ্বর ভীরু মানুষ, দীনজনদের যে ঈশ্বর ভালবাসেন তা প্রকাশ করতে”।
জানা গেছে, পোপ ৩০ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে এসে প্রেসিডেন্ট আবদুল হামিদ এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাভার স্মৃতি সৌধে যাবেন এবং শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করবেন। পরদিন ঢাকার আর্মি স্টেডিয়ামে ১৬জন ডিকনকে যাজকপদে অভিষিক্ত করবেন এবং এছাড়াও অনাথ, মাদকাসক্ত, মিশনারী স্কুলের শিক্ষাথী, অন্য ধর্ম ও মন্ডলীর সদস্যদের সাথে সাক্ষাৎ করতে পারেন।
আরো ছবি:
   


No comments

Thanks for your valuable comment!