Header Ads

test

নটর ডেম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড.ফাদার প্যাট্রিক ডানিয়েলকে সংবর্ধনা

নটর ডেম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড.ফাদার প্যাট্রিক ডানিয়েলকে সংবর্ধনা

নিউটন মন্ডল:
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয় সমূহের চ্যান্সেলর জনাব আব্দুল হামিদ গত ৮ আগস্ট ২০১৭ প্রফেসর ড.ফাদার প্যাট্রিক ডানিয়েল গ্যাফনি, সিএসসি-কে নটর ডেম বিশ্ববিদ্যালয়-এ উপাচার্য নিয়োগ করেছেন।
প্রফেসর ড.ফাদার প্যাট্রিক ডানিয়েল গ্যাফনি, সিএসসি
১৭ আগস্ট নব নিযুক্ত উপাচার্য ফাদার প্যাট্রিককে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত উপচার্যের পরিচয় তুলে ধরা হয়। ফাদার প্যাট্রিক যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে অবস্থিত নটর ডেমবিশ্ব বিদ্যালয় হতে Classical & Modern Languages & Literature -এবিএ, এবংTheology-তে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় হতে Enthropology -তে এমএ এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন।
ফাদার প্যাট্রিক হলিক্রস সম্প্রদায়ভুক্ত একজন যাজক এবং শিক্ষাবিদ। তিনি ইংরেজি, আরবী, ফরাসি, জার্মান, ডাচ, স্প্যানিস, ইতালিয়ান এবং রাশিয়ান ভাষা বলতে, লিখতে ও পড়তে পারেন এবং ল্যাটিন, গ্রীক ও হিব্রু ভাষা পড়তে পারেন। যুক্তরাষ্ট্রের নটর ডেমবিশ্ববিদ্যালয়-এ তাঁর ৩৮বছরের শিক্ষকতা ও প্রশাসনিক  কর্মকান্ডের অভিজ্ঞতা আছে। অধিকন্তু তিনি ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ-কালীন প্রফেসর ছিলেন। তিনি বর্তমানে বাংলা ভাষা এবং সংস্কৃতিচর্চায়রত আছেন।
নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফাদার জেমস ক্রুশ, সিএসসি নবাগত উপাচার্যকে স্বাগত জানিয়ে আশা পোষণ করেন যে তিনি (ফাদারপ্যাট্রিক) শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতার আলোকে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাং
লাদেশ-এর সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সমর্থ হবেন।
বিশ্ব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাদার বেঞ্জামিন কস্তা, সিএসসি নবাগত উপাচার্যকে অভিনন্দন জ্ঞাপন করেন। প্রফেসর ফাদার বেঞ্জামিন তাঁর সাথে দীর্ঘ দিনের সম্পর্কের কথা উল্লেখ করেন।

No comments

Thanks for your valuable comment!