Header Ads

test

রোববার সর্বাত্মক ছুটির পথে পোল্যান্ড?

  



রোববার দোকান পাট পুরোপুরি বন্ধ রাখার ইস্যুতে পোল্যান্ডে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে।
গত বছর সেদেশের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন সলিডারিটি দশ লাখ সদস্যের স্বাক্ষর জোগাড় করে রোববার দোকান পাট খোলা নিষিধ করার এক প্রস্তাব আনে। তবে তখন থেকে এই প্রস্তাব নিয়ে এমপিরা গড়িমসি করছেন। সংসদীয় বিভিন্ন কমিটিতে ঘোরাফেরা করছে ঐ প্রস্তাব।
তবে এখন রোববার সর্বাত্মক ছুটির পক্ষে মতামত দিলেন সেদেশের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় নেতা।
পোল্যান্ডের আর্চবিশপ স্টানিসল গাডেচকি শুক্রবার বিশপদের এক সম্মেলনের আগে বলেছেন – ক্যাথলিক, অ-ক্যাথলিক বা ঈশ্বরে অবিশ্বাসীদেরও কর্ম-বিহীন রোববার প্রয়োজন।
ধারণা করা হচ্ছে, শুক্রবার তাদের সম্মেলনে অন্যান্য বিশপরাও তার পক্ষ নেবেন।
পোল্যান্ড একটি কট্টর ক্যাথলিক রাষ্ট্র। গির্জার মতামত এখনও সেখানে বিশেষ গুরুত্ব পায়।
খ্রিষ্টানদের কাছে রোববার সপ্তাহের সবচেয়ে পবিত্র দিন, প্রার্থনার দিন। তবে পোলিশ ক্যাথলিক গির্জা ধর্মীয় দিকটি পাশ কাটিয়ে মানুষের জীবনযাপনের মানের যুক্তিতে রোববার সর্বাত্মক ছুটির পক্ষে কথা বলছেন।
কাটোভিচ শহরের আর্চবিশপ বলেছেন, “পরিবারের প্রয়োজন শুধুই টাকা-পয়সা নয়, প্রিয়জনদের সাহচর্য্যও জরুরী।”
কাটোভিচের আর্চবিশপ তার এলাকার এমপিদের পরোক্ষ হুমকি দিয়ে বলেছেন – প্রস্তাবের ওপর ভোটের সময় তাদের উচিৎ ভোটারদের মতামত মাথায় রাখা।
তবে ট্রেড ইউনিয়ন এবং গির্জা চাইলেও, পোল্যান্ডে বহু মানুষ রোববার দোকান পাট খোলা রাখার পক্ষে। মার্চে একটি টিভি চ্যানেলের করা এক জনমত জরীপে দেখো গেছে ৫৯ শতাংশ মানুষ রোববার সর্বাত্মক ছুটির বিপক্ষে। (BBC)

No comments

Thanks for your valuable comment!