বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের
দেশে চলছে আজ ভয়াবহ বন্যা পরিস্থিতি। ২৭টি জেলার ১৫৪টি উপজেলা বন্যা কবলিত। প্রায় ৫৮ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ এই বন্যার কারণে। মানুষ আজ দিশেহারা, নিরুপায়। দেশে এবং দেশের বাইরে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সকল শাখা ও সহযোগি সংগঠনকে তাঁদের সাধ্যমত বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের জাতীয় কার্যনির্বাহী কমিটি ত্রাণ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ৭ সদস্য বিশিষ্ট একটি ত্রাণসহযোগিতা কমিটি গঠন করা হয়েছে; যার সদস্যগণ হলেন- (১) হেমন্ত আই কোড়াইয়া-মহাসচিব, সমন্বয়কারী, (২) পংকজ গিলবার্ট কস্তা-সদস্য, (৩) জেমস সুব্রত হাজরা-সদস্য, (৪) যোসেফ ডি’ সরকার-সদস্য, (৫) থিউফিল রোজারিও-সদস্য, (৬) ডানিয়েল সিকদার-সদস্য ও (৭) স্বপন রোজারিও-সদস্য।
উল্লেখ্য যে, ত্রাণ সহযোগিতার জন্য রশিদের বিপরীতে নগদ অর্থ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের নামে ব্যাংক চেক, পুরানা অথবা নতুন কাপড়, শুকনো খাদ্যসামগ্রী ত্রাণসহযোগিতা কমিটির নিকট প্রতিদিন বিকেল ৫.০০ ঘটিকা থেকে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত বি.কে.গুড কলফারেন্স হল, দি সিসিসি ইউ লিঃ, ১৭৩/১/এ, পূর্ব তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকায় আগামী ২৬.০৮.২০১৭ খ্রিস্টাব্দ পর্যন্ত জমা প্রদান করা যাবে।
ঢাকা এবং ঢাকার আশেপাশের শাখা ও সহযোগি সংগঠনগুলোকে ত্রাণসামগ্রী সংগ্রহপূর্বক উল্লেখিত সমন্বয় কমিটির নিকট জমা প্রদান করার অনুরোধ জাননো যাচ্ছে। (বিজ্ঞপ্তি)
Post a Comment