শ্রীলঙ্কায় মিডিয়া এডুকেশনের উপর প্রশিক্ষণ
বিডি খ্রিস্টান নিউজ:
শ্রীলঙ্কার পিলিয়াডালা পালকীয় সেন্টারে প্রশিক্ষকদের জন্য মিডিয়া এডুকেশনের উপর এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ১২ থেকে ১৮ আগষ্ট। এতে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকা থেকে ৩জন করে মোট ১৫জন সাংবাদিক এবং শিক্ষক অংশ নেন। সিগনিস এশিয়া আয়োজিত এই প্রশিক্ষণে বাংলাদেশ থেকে অংশ নেন খ্রিষ্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক এবং সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদক ফাদার আগষ্টিন বুলবুল রিবেরু, খুলনা ধর্মপ্রদেশের যুব সমন্বয়কারী ফাদার লাভলু সরকার এবং বিডি খ্রিস্টান নিউজের প্রধান সম্পাদক সুমন কোড়াইয়া।
শ্রীলংকা সিগনিস এর সভাপতি ফাদার লাল পুষ্পাদিও ফার্নাদো বিডি খ্রিস্টান নিউজকে বলেন, ‘আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি। সোসাল মিডিয়া দ্বারা আমাদের যুব সমাজ খুব বেশি প্রভাবিত। তাদেরকে সোসাল মিডিয়ার সঠিক ব্যবহার শেখানে খুব দরকার। তাই সাংবাদিক এবং শিক্ষকদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি যেন তারা যুবক-যুবতীদের সোসাল মিডিয়ার সঠিক ব্যবহার বিষয়ে শিক্ষা দিতে পারেন।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ভারতীয় নাগরিক বিশ্ববিদ্যালয় শিক্ষিকা সিস্টার মাইকেল মেথিস বিডি খ্রিস্টান নিউজকে বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছি। আমি জানতে পেরেছি কিভাবে সোসাল মিডিয়ার ভাল উপদান দিয়ে সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়া যায়। আমার জোর প্রচেষ্টা থাকবে এর ভাল ব্যবহার আমার শিক্ষার্থীদের শেখানো”।
প্রশিক্ষণে কিভাবে সোসাল মিডিয়ার সচেতনতামূলক প্রশিক্ষণ দিতে হবে সেই বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেন ভারতীয় মিডিয়া ব্যক্তিত্ব এবং সিগনিস এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ড. মেগিমাই পারাগাসাম।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ জানান, তারা নিজ দেশে যুবক-যুবতীদের জন্য সোসাল মিডিয়ার উপর প্রশিক্ষণের আয়োজন করবেন।
Post a Comment