ভাটিকানে সিগারেট বিক্রি নিষিদ্ধ করলেন পোপ ফ্রান্সিস
ভাটিকানে সিটিতে সিগারেট এবং তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন পোপ ফ্রান্সিস।
গেল সপ্তাহে ভাটিকানের মুখপাত্র জর্জ বুরকি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, যা জনগণের স্বাস্থে্যর জন্য ক্ষতিকর তা এই শহরে চলতে দেওয়া যায় না। আগামী বছর থেকে ভাটিকান শহরে কোন ধরনের সিগারেট ও তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না।
বিশ্বস্বাস্থ্য সংস্থার উদ্ধিতি দিয়ে, জর্জ বুরকি বলেন, সারা পৃথিবীতে ধুমপানের কারণে বছরে ৭ কোটি মানুষ মারা যায়।
যদিও ভাটিকানে রাজস্ব রায়ের বড় একটি অংশ সিগারেট বিক্রি থেকে আসে, তবুও পোপ ফ্রান্সিস এই পদক্ষেপ নিলেন।
”মানুষের জীবনের চেয়ে অন্য কোন কিছু মূল্যবান হতে পারে না” বলেন জর্জ বুরকি। (রেডিও ভাটিকান)
https://www.bdchristiannews.com/2017/11/17/ভাটিকানে-সিগারেট-বিক্রি/
Post a Comment