Header Ads

test

জাপানে মার্কিন সৈন্যদের মদ্যপান নিষিদ্ধ

জাপানে মার্কিন সৈন্যদের মদ্যপান নিষিদ্ধ
জাপানে মোতায়েনরত মার্কিন সৈন্যদের জন্য মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে। দেশটির ওকিনাওয়া দ্বীপে এক সৈন্য মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটালে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

রবিবার যুক্তরাষ্ট্রের এক মেরিন সেনা মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এমন সময় তার গাড়ি রাস্তার মোড়ে একটি মিনি-ট্রাককে সজোরে ধাক্কা দিলে ট্রাকের চালক (৬১) নিহত হন।  
পুলিশ জানায়, ২১ বছর বয়সী ওই সৈন্যের নিঃশ্বাস পরীক্ষা করে দেখা গেছে বৈধ মাত্রার চেয়ে তিনগুণ বেশি অ্যালকহোল তিনি পান করেছেন। দুর্ঘটনার পর বেপরোয়া গাড়ি চালানোর ফলে একজনের মৃত্যুর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
জাপানের মার্কিন বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জাপানে কর্তব্যরত মার্কিন সেনারা এখন থেকে ঘাঁটি বা ঘাঁটির বাইরে কোনো স্থানেই মদ পান করতে পারবে না।
ওকিনাওয়ায়তেও সৈন্যরা তাদের অফিস ও ঘাঁটির বাইরে যেতে পারবে না।
জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা বলেন, টোকিও মার্কিন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে দেশটিতে কর্তব্যরত মার্কিন সেনাদের শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
দুদেশের মধ্যে যৌথ নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে জাপানে প্রায় ৪৭ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে।
বিডি প্রতিদিন/২১ নভেম্বর ২০১৭/এনায়েত করিম
http://www.allbanglanewspaperlist24.com/newspapers.php?q=bd-pratidin.com

No comments

Thanks for your valuable comment!