মুখোমুখি ট্রাম্প-পুতিন, মেলালেন হাতও
মার্কিন নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে- এমন অভিযোগ বিশ্বব্যাপী চর্চিত। তবে অভিযোগ-প্রমাণ যাই প্রকাশ পাক না কেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে অপরের প্রসংশা করেছেন একাধিকবার।
ভিয়েতনামে চলমান এশিয়া-প্যাসিফিক কোঅপারেশন (এপিইসি) শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন দুজনই। তাই সম্মেলন ছাপিয়ে আগ্রহের কেন্দ্রে ছিল ট্রাম্প-পুতিনের সাক্ষাৎ। শুক্রবার সম্মেলনের নৈশভোজে সাক্ষাৎ হয়েছে দুজনের, করমর্দন করেছেন তারা। তবে আনুষ্ঠানিক কোনো সাক্ষাৎ হয়নি বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর রয়টার্স।
নৈশভোজের আগে অংশগ্রহণকারী শীর্ষ নেতাদের গ্রুপ ছবি তোলার সময়ও ট্রাম্প ও পুতিন পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলেছেন। তারপর বিচ্ছিন্ন হয়ে টেবিলের আলাদা আলাদা জায়গায় বসে নৈশভোজে অংশ নিয়েছেন।
এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, উভয়পক্ষের সূচী না মেলায় আনুষ্ঠানিক বৈঠকের কোনো পরিকল্পনা করা হয়নি, তারপরও তাদের পরস্পরের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে।
আজ শনিবার ভিয়েতনামের ডানাংয়ে এপিইসি দেশগুলোর নেতাদের মূল বৈঠকটি অনুষ্ঠিত হবে। ১২ দিনের দীর্ঘ এশিয়া সফরের চতুর্থ পর্বে মার্কিন প্রেসিডেন্ট এখন ভিয়েতনামে।
http://www.allbanglanewspaperlist24.com/newspapers.php?q=bonikbarta.com
Post a Comment